নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৯ নং বুড়িরচর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দশ সমর্থক আহত হয়েছেন।
আহতের হলেন, আনারস প্রতীক প্রার্থীর আব্দুর রহমান (২৪), জহির উদ্দিন বাবর(৪০), আনোয়ার হোসেন(২৩), শাহাব উদ্দিন(৩০), জাফর ইকবাল সজিব(৩৫) ও আমির হামজা(৪০) এবং নৌকার প্রার্থীর মোঃ ইব্রাহিম(৩২), সাইফুল(৩৫), রুবেল (২৭) ও মহিউদ্দিন(৩৫)।
জানা যায়, নৌকা প্রার্থী এবং আনারস প্রার্থীর কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে।
স্থানীয়রা জানান, সোমবার (২০ সেপ্টেম্বর) হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বুড়িরচর কালিরচর ৯নং ওয়ার্ডে আনারস মার্কা প্রতীক ও নৌকা মার্কার প্রতীক সমর্থকরা সংঘর্ষ লিপ্ত হয়। বর্তমানে বুড়িরচর ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনা বিরাজ করছে।
সান নিউজ/এমএইচ