সুনামগঞ্জ প্রতিনিধি: বড় ভাইকে বাঁচাতে কিডনিদান করেছেন ছোট ভাই। সোশ্যাল মিডিয়ায় দুই ভাইয়ের এমন ভালোবাসার নিদর্শন ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সুনামগঞ্জের জগন্নাথপুরের এই দুই ভাইয়ের অস্ত্রোপচার হয়েছে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। তারা সেখানে চিকিৎসাধীন।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের মৃত জহির আলীর বড় ছেলে যুক্তরাজ্যপ্রবাসী। মেজ ছেলে রুহুল আমিন (২৫)। বাবার মৃত্যুর পর ৫ বছর আগে সংসারের দায়িত্ব নেন রুহুল। ছোট ছেলে সোয়েব আহমদ (২১) সিলেটের মদন মোহন কলেজের স্নাতকের শিক্ষার্থী।
পরিবারিক সূত্র জানায়, রুহুল আমিন গত বছর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কিডনিজনিত সমস্যা ধরা পড়ে। সাত মাস ধরে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার কথা জানান। একইসঙ্গে দ্রুত কিডনি প্রতিস্থাপনের কথা জানান। এমন সংবাদে পরিবারটি হতাশায় পড়ে। খোঁজা চলছিল কিডনিদাতার। এমন সময় সহোদর ছোট ভাই তাকে কিডনি দেবেন বলে জানান। গত বুধবার তাদের সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে দুই ভাই সুস্থ আছেন।
সোয়েবের ভগ্নিপতি কাজী আহমদ বলেন, আমরা দ্রুত কিডনি প্রতিস্থাপন নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। সোয়েব কিডনিদান করে বড়ভাইকে বাঁচিয়েছে।
রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, এটি ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার অনন্য নিদর্শন। সমাজের নানা অসংগতির মধ্যে এমন পারিবারিক ভালোবাসা আমাদের আশা জাগায়। তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এলে সংবর্ধনা দেওয়া হবে।
সাননিউউজ/এমআর