নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, ‘দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবস্থিত ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন চিকিৎসকশূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে দ্রুত টেলি-মেডিসিন সেবা চালু করা হবে।’
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের হলরুমে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সিডিসি) অধ্যাপক মো. নাজমুল ইসলাম, পরিচালক (এমআইএস) মিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. আককাস আলী শেখ, কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, টেকনাফ হাসপাতালের ডা. প্রণয় রুদ্র, ডা. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সান নিউজ/ এমবি