নিজস্ব প্রতিবেদক:
গরুচোর সন্দেহে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা ৬ দিন পর শুক্রবার (২৯ মে) রাতে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবি-র উপস্থিতিতে লোকমান হোসেন (৩২) নামের ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানায়, গত ২৪ মে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মোহন এলাকায় ফুফুর বাড়ি যাচ্ছিলেন হবিগঞ্জর বাসিন্দা লোকমান হোসেন। পথে ত্রিপুরার গোপালনগর এলাকায় গরুচোর আখ্যা দিয়ে বেধড়ক মারধরের পর একটি জঙ্গলে ফেলে চলে যায় এক দল ভারতীয় নাগরিক।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করেহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লোকমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
লোকমানের লাশ ফিরিয়ে আনতে গত বুধবার বিকালে বাংলাদেশের সীমান্তবর্তী মোহনপুরে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজিবি ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া লাশ হস্তান্তরে অনীহা প্রকাশ করে। এতে কোনও সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। পরে শুক্রবার সন্ধ্যায় ফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় পুলিশ ময়নাতদন্ত রিপোর্টসহ বিজিবি-র উপস্থিতে কাশিমনগর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।