নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগরে বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশ থেকে এবার ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
বিকেলে র্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহম্মেদ প্রেস বিফিং করে জানান, গত ১৪ সেপ্টেম্বর নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পা। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। এ ঘটনার পর থেকে র্যাবের গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যে র্যাব যশোর-৬ এর অভিযানিক দল শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করে। পরে তারা ওই ডোবা থেকে ৩০টি বোমা ও দেড়কেজি গান পাউডার উদ্ধার করে। এরপর র্যাবের বোমা ডিসপোজাল টিম সেগুলো নিস্ক্রিয় করে।
তিনি আরও জানান, বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে শক্তিশালী এ ৩০টি বোমা তৈরি করেছিলেন শফিকুল ইসলাম শপ্পা।
সান নিউজ/ এমবি