নিজস্ব প্রতিনিধি, যশোর: গত তিনদিনে যশোরের কেশবপুর ও মণিরামপুরে কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আরাফাত হোসেন।
আহতরা হলেন- মণিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুস সামাদ (৬০), সুফিয়া (৪০), হাবিবুর (৩৫) এবং কেশবপুর উপজেলার কড়িয়ালি গ্রামের আয়েব আলি (৩৫), বেগমপুর গ্রামের আলামিন (৮), মোজাহিদ (৫), ইসরাফিল (১১), কমলাপুর গ্রামের জেবুন্নেছা (৫০) ও পাঁজিয়া গ্রামের আবু মুসা (৩)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুকুরের কামড়ে কেশবপুর ও মণিরামপুর উপজেলার পাঁচ গ্রামের ২৫ জন আহত হন। তাদেরকে কেশবপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসার পর টিকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আরাফাত হোসেন জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তাবে হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্ক রোগের টিকা মজুদ রয়েছে।
সান নিউজ/ এমবি