নিজস্ব প্রতিবেদক: দুই বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে আনা দুটি বাঘ রাজ এবং শুভ্রের ঘরে জন্ম আরও এক বিরল প্রজাতির সাদা বাঘ শাবক।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন জানান, 'ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে জন্ম নেয়া শাবকটিকে বর্তমানে প্রতিদিন ৬ বার ৭৫ মিলিমিটার করে ছাগলের দুধ দেওয়া হচ্ছে। ছয়মাস পর্যবেক্ষণের পর তাকে খাঁচায় পাঠানো হবে। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১০টিতে।'
তিনি আরও বলেন, 'জো বাইডেনের জন্মের সময় আমাদের প্রথম অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগছে এবং বাঘের যে অধিক মৃত্যুহার তা চট্টগ্রাম চিড়িয়াখানা কমাতে পারছে।'
সান নিউজ/এমএইচ