নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ: নারায়নগঞ্জের ঢাকা-চট্টগ্রাম শিমরাইল মহাসড়কের দুই পাশের এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে কাচঁপুর হাইওয়ে থানা এবং সড়ক ও জনপদ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) সকাল ১১ টায় শিমরাইল মোড় থেকে ডাচ-বাংলা ব্যাংক পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জাামান, শিমরাইল ক্যাম্পের টিআই মশিউর রহমান, কাচঁপুর ক্যাম্পের টিআই ফারুক প্রমুখ।
শিমরাইল হাইওয়ে ক্যাম্পের টিআই মশিউর রহমান বলেন, মহাসড়ক থেকে তিনদিন ধরে অবৈধ দোকানপাট নেওয়ার জন্য আমরা মাইকিং করেছি। যারা মহাসড়কে অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন তারা নিজ উদ্যোগে সরিয়ে না নেয়ায় এই অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, মহাসড়কে কোন ধরণের অবৈধ দোকানপাট বসানো যাবে না। অন্যথায় মহাসড়ক যানজট সৃষ্টি হতে পারে। এ উচ্ছেদ অভিযান কয়েকদিন পর পর করা হবে, কেউ যেন দখল করে মহাসড়কে অবৈধ ব্যবসা না করতে পারে।
কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রায় ৮২ কিলোমিটার সীমানা কাচঁপুর হাইওয়ে থানার আওতাধীন রয়েছে। আমরা ভুলতা, কাচঁপুর পয়ন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আজ শিমরাইল মহাসড়কের দুইপাশে উচ্ছেদ অভিযান করা হচ্ছে।
তিনি আরও বলেন, মহাসড়ককে যানজট মুক্ত রাখতে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। মহাসড়কের পাশে কোন প্রকার অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না।
সান নিউজ/এমকেএইচ