নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে সারভেয়ার এলেক্স (৪৩) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদেশিদের আবাসন অঞ্চল উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে গ্রিনসিটি আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের ১৭৪ নম্বর কক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলেক্স রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে কাজ শেষে এলেক্স তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সহকর্মীরা সকাল ১০টার দিকে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে ওই কক্ষ থেকে এলেক্সের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত সম্পন্ন করে প্রকল্পের রাশিয়ান কর্তৃপক্ষের নিকট মরদেহ বুঝিয়ে দেয়া হবে।
সান নিউজ/ এমবি