নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরে মানবপাচার চক্রের সক্রিয় দুই সদস্য মুজিবুর রহমান মুছা (৫৫) এবং অহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রংপুরের বদরগঞ্জ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ জনশক্তি বিদেশে কর্মরত রয়েছে এবং দিন দিন বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়ছে। এই সুযোগে অসাধু দালাল চক্র স্বল্প আয়ের মানুষদের নানা ধরনের লোভ দেখিয়ে পাচার করছে। এ বিষয়ে মধ্যপ্রাচ্যে পাচার হওয়া এমন একজন ভুক্তভোগী রংপুরে র্যাব-১৩ বরাবর একটি অভিযোগ করেন।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের বদরগঞ্জ থানা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে মানবপাচার চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে গ্রামের সহজ সরল লোকদের টার্গেট করে প্রতারণার ফাঁদ সৃষ্টি করে মানবপাচার করতেন।
সান নিউজ/ এমবি