নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক পানিতে পড়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বরিশাল-বানারীপাড়া ও স্বরূপকাঠি রুটের যাত্রীরা।
জানা গেছে, সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক বানারীপাড়ার দিকে যাচ্ছিলো। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাধবপাশা খালে বেইলি ব্রিজ অতিক্রমকালে ব্রিজটি দুলতে শুরু করে। একপর্যায়ে পাথরবোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। তবে চালক ও তার সহকারী ট্রাক থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনো এ সেতুর ওপর দিয়ে প্রায়ই অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল করে। আজ সকালে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানরীপাড়ার দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
বরিশাল এয়ারপোর্ট (বিমানবন্দর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি