নিজস্ব প্রতিনিধি, খুলনা: স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে খুলনা মহানগরীর পার্কগুলো খুলছে। আঠারো মাস বন্ধ থাকার পর পার্কগুলো খুলছে।
বুধবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার।
তিনি জানান, খুলনা নগরীতে কেসিসি নিয়ন্ত্রিত সাতটি পার্ক রয়েছে। যার মধ্যে লিনিয়ার পার্ক কয়েক দিন আগে খুলে দেয়া হয়েছে। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ভেতরে কাজ করার জন্য আপাতাত বন্ধ থাকবে। তবে বাকি হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোলার পার্ক, গোলকমনি পার্ক, নিরালা পার্ক ১৮ মাস পর বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেয়া হচ্ছে।’
উল্লেখ্য, ২০২০ সালের ১৯ মার্চ থেকে নগরীর সাতটি পার্কে জনসমাগম নিষিদ্ধ করে নগর সংস্থা। সেই থেকে পার্কগুলো বন্ধ ছিলো।
সান নিউজ/ এমবি