নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: জোয়ারের পানি ঢুকে পড়ায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর জপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৃধা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেণিকক্ষে পাঠদানে বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে নড়িয়া উপজেলায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, তিনটির মধ্যে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ও অপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশের বাড়ির বারান্দায় ক্লাস করেছে। গত ১২ সেপ্টেম্বর ক্লাস চালু হলেও বিদ্যালয়গুলোর চারদিকে জোয়ারের পানি থাকায় শ্রেণিকক্ষে ক্লাস করা সম্ভব হচ্ছে না।
শরীয়তপুর জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পূর্ব নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর জপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৃধা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি রয়েছে। তাই অন্যত্র ক্লাস চলছে। পানি কমে গেলে বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
সান নিউজ/ এমবি