নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে নৈশকালীন মৎস্য আড়তে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় বিক্রি হয়েছে। মাছটি কেটে বিক্রি করা হয়। প্রতি কেজির দাম ধরা হয় ৭৫০ টাকা। সে অনুযায়ী পুরো মাছটি বিক্রি হয় ১৫ হাজার টাকায়।
রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জের পাহাড়পুর এলাকা থেকে মাছটি বিক্রির জন্য ভৈরবের পুলতাকান্দা মৎস্য আড়তে নিয়ে আসেন পাইকাররা। স্থানীয় মো. ফারুক মিয়া মাছটি কিনে নেন। পরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।
পাইকারি মাছ বিক্রেতা ও নৌকার মাঝি আলমাছ মিয়া বলেন, ‘মেঘনা নদীতে প্রায়ই বিভিন্ন ধরনের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। সেসব মাছ জেলেদের কাছ থেকে কিনে ভৈরবের মৎস্য আড়তে নিয়ে আসি। এই বাঘাইড় মাছটি জেলের কাছ থেকে কিনে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছি।’
সান নিউজ/ এমবি