নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে শিশু অপহরণ মামলার এক আসামিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী।
দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম (৩৩) জেলার ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
জানা গেছে, ২০১৯ সালের ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাবুপাড়া গ্রামের ১০ বছরের এক শিশুকন্যাকে ফুসলিয়ে অপহরণ করেন মফিজুল ইসলাম। পরে শিশুকে সদর উপজেলার আউশগাড়া এলাকায় নিয়ে যান। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে মফিজুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ শিশুকে উদ্ধার করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) ফিরোজা চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি