নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা চালভর্তি একটি ট্রাকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় এক্সপোর্টার ব্রিজ কিশোরের কাছ থেকে ৩টি ট্রাকে ১০০ টন চাল আমদানি করা হয়। দুটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে বিভিন্ন জটিলতায় একটি ট্রাক ভারতে আটকে যায়। দুপুরের দিকে হঠাৎ ১০০ টন চাল আমদানি করা একটি ট্রাকে আগুন লাগে। মুহূর্তেই আগুন বাড়তে থাকায় দ্রুত তেঁতুলিয়া দমকল বাহিনীকে খবর দেয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভায়।
এদিকে বন্দর প্রতিষ্ঠার দুই যুগ পেরিয়ে গেলেও এখানে নেই কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা।
বাংলাবান্ধা স্থলবন্দরে বন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ট্রাকের চালকের থাকা ক্যাবিনে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে চালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সান নিউজ/ এমবি