নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাইক্রোবাস চালক হাবিবুর রহমান হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের স্বরূপদহ গ্রামের রজব আলী জোয়াদ্দারের ছেলে মানিক জোয়াদ্দার (৩৭), মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের হাসান আলীর ছেলে কোরবান আলী (৪৭), সদর উপজেলার বাহির বোয়ালদহ গ্রামের আফিল উদ্দিন সরদারের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার (৫২), চরসাদিপুর গ্রামের নুজদার শেখের ছেলে সোহান (৩৭), মাগুরা জেলার হাফিজুর মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন মান্না ওরফে সাগর (৩৭) এবং আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের নফর আলী শাহের ছেলে কাওছার আলী (৪০)।
জানা গেছে, ২০০৯ সালের ২৮ জুলাই রাত সাড়ে ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের স্টিল ব্রিজ এলাকায় ছিনতাই চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে মাইক্রোবাস চালক কাবিজুর রহমানকে (৪০) গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২৯ জুলাই নিহতের ভাই আব্দুর রউফ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় শুধু আসামি কাওছার আলী উপস্থিত ছিলেন। বাকি ৫ আসামি পলাতক রয়েছেন।
সান নিউজ/ এমবি