নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: প্রবল জোয়ারের চাপে সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙে গেছে। এতে প্রতাপনগর তালতলা, মাদার বাডড়িয়া, কুড়িকাহনিয়া, কল্যাণপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বিকল্প রিং বাঁধ ভেঙে যায়।
জানা গেছে, প্রবল জোয়ারের চাপে প্রায় একশত ফুট রাস্তা ভেঙে ওই এলাকাগুলো প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার মধ্যে প্রতাপনগর পশ্চিম, মাদার বাড়িয়া গ্রামের কয়েক শ’ বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে। তলিয়ে গেছে কয়েক শ’ পরিবারের বসত-বাড়ি।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, এলাকাবাসীর উদ্যোগে বিকল্প রিং বাঁধ আটকাতে কাজ চলছে। শনিবারের মধ্যে ভাঙন বাঁধ আটকানো সম্ভব না হলে সম্পূর্ণ প্রতাপনগর ইউনিয়ন আবারও পানিতে তলিয়ে যাবে।
সান নিউজ/ এমবি