নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ করেই পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের তিনটি ঘাটের পন্টুন পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে ওই রুটে ফেরি পারাপার।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে পন্টুনের প্রবেশদ্বারে পানি উঠতে থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, 'পদ্মার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ঘাটের তিনটি পন্টুনের সামনে পানি উঠেছে। এতে ফেরিতে যানবাহন উঠতে বেশ সমস্যা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'পানি উঠেছে পাটুরিয়া ঘাটের ৩, ৪ ও ৫ নম্বর পন্টুনের প্রবেশদ্বারে। পন্টুনের তিনটি স্তর থাকে লোমিট এবং হাইট, এরিমধ্যে লো থেকে একটি পন্টুন মিট পয়েন্টে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইটি ঘণ্টাখানেকের মধ্যে ওই দুটিও মিট পয়েন্টে স্থানান্তর করা সম্ভব হবে বলে জানান তিনি। তবে ২ নম্বর পন্টুন স্বাভাবিক রয়েছে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ১৫টি ফেরির মধ্যে ৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।