সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায়

চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা ইউনিয়নে রান্না করার চুলার ধোঁয়া নিয়ে দুইপক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার (৮ ও ৯ সেপ্টেম্বর) দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ইদ্রিস মিয়ার স্ত্রী রুহেনা চুলায় রান্না করার সময় চুলার ধোঁয়া প্রতিবেশী বাবরের বাড়িতে গেলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধোঁয়া নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে প্রথম দিন নারীসহ অন্তত তিনজন আহত হন।

ঘটনার পর রুহেনা পাশেই বাবা আক্কাস আলীর বাড়িতে চলে যান। পরের দিন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রুহেনা বাবার বাড়িতে অতর্কিতে হামলা করেন বাবরের লোকজন।

এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে রুহেনা অভিযোগ করে বলেন, চুলার ধোঁয়া নিয়ে আমাকে বাবর আলীর দুই ছেলেসহ তাদের লোকজন মারধর করেছে। পরে ভয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও তারা আমাদের ওপর হামলা করে, আমাদের দুই বোনের স্বর্ণালঙ্কার ও টাকা লুট করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় বাবর আলী পলাতক রয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় নসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, রান্নার চুলার ধোঁয়া নিয়ে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন সামান্য আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।

সান নিউজ/এফএইচপি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা