নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার (২৭ মে) বিকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সাতভিটা নামক স্থানে ধরলা নদীর একটি অংশে নৌকাডুবির ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বৌভাতের অনুষ্ঠান শেষে ফিরছিল নৌকাটি। পুলিশ ও স্থানীয়রা বলছেন, কলাকাটারচর নামক স্থানে একটি বিয়ের বৌভাত অনুষ্ঠান থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় কনে পক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘাঁটে ফিরছিলেন। পথিমধ্যে সাতভিটা নামক স্থানে ঝড়বৃষ্টির কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় অনেকে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও কনের বাবা নূর ইসলামসহ চারজন নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন কনের বাবা নূর ইসলাম (৫০), আমেনা বেগম, নুর ইসলাম (৫২) ও কামরুজ্জামান। তারা সবাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়ার বাসিন্দা।
খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তারা নিখোঁজদের উদ্ধার করতে পারেননি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকালে রংপুর থেকে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।
সান নিউজ/ বি.এম.