নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করছে স্থানীয়রা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে ভাঙন কবলিত এলাকা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড তেতুলিয়া নদীর তীরবর্তী লঞ্চঘাট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ফারুক মাঝির সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলমগীর হোসেন, জামাল মিয়া, সফিক ফরাজি প্রমুখ।
বক্তারা বলেন, নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের ফলে গত কয়েকদিনে তেতুলিয়ার নদী গর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, দোকানপাট, মাছঘাটসহ শতাধিক পরিবার। হুমকির মুখে পড়েছে ওই এলাকার লক্ষাধিক মানুষ। তাই অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও অতি দ্রুত সিসি ব্লকের আওতায় আনার দাবি জানান তারা।
সান নিউজ/এনকে