নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া সদর উপজেলার নারুলী এলাকায় কলিন্স কসমেটিকস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, অনেক প্রসাধনী পণ্যের উৎপাদন তারিখ ২০২২ সাল। পরে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করে কারখানা মালিক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বগুড়া র্যাব ক্যাম্পের সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাসকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, জব্দ পণ্যের মধ্যে ফেয়ার অ্যান্ড লেডি বডি লোশনের মোড়কে উৎপাদন তারিখ লেখা হয়েছে ২০২২ সালের ২ জানুয়ারি। মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি। ফেয়ার অ্যান্ড লেডি মাল্টিভিটামিন বডি মিল্ক পণ্যের মোড়কে উৎপাদন তারিখ লেখা রয়েছে ২০২২ সালের ২ জানুয়ারি। মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি।
তিনি আরও জানান, ফেয়ার অ্যান্ড লেডি ঘামাচি পাউডার পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ দেয়া হয়েছে ২০২২ সালের ২ মার্চ। এ পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ দেয়া হয়েছে ২০২৪ সালের ২ মার্চ। এছাড়া আরও অনেক পণ্য পাওয়া গেছে যেগুলোর মোড়কে উৎপাদন সাল হিসেবে ২০২২ সাল ব্যবহার করা হয়েছে। এ কারণে কারখানা মালিক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সান নিউজ/ এমবি