নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ৫ উপজেলায় প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বিভিন্ন প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বন্যা কবলিতরা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার বন্যা কবলিত এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বিপৎসীমার নিচ দিয়ে যমুনার পানি প্রবাহিত হলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলের এলাকাগুলো থেকে এখনও পানি নামেনি। ফলে বন্যা কবলিতদের দুর্ভোগ বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, দ্রুতগতিতে পানি কমছে। আর পানি বাড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, পানিবন্দী মানুষদের চাল ও নগদ টাকা সাহায্য দেয়া অব্যাহত রয়েছে।
সান নিউজ/ এমবি