নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজারে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম রুস্তম আলী (৬০)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আবু দারদা।
ব্যবসায়ী রুস্তম আলী ওই উপজেলার শামসুদ্দিনের ছেলে।
শিবালয় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহা. রফিকুল আলম জানান, দুপুরের দিকে আরিচা বাজারে বিভিন্ন জালের গোডাউন থেকে নিষিদ্ধ ১৫০টি চায়না দুয়ারি ও ৩০টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ সময় রুস্তম আলী নামের এক ব্যবসায়ীকে নিষিদ্ধ মাছ ধরার জাল বিক্রির দায়ে এক বছরের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ ধরনের অভিযান চলমান থাকবে।
সান নিউজ/ এমবি