নড়াইল প্রতিনিধিঃ
এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইয়ুম শিকদারকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা কাইয়ুম শিকদার ও নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি হাসনাত মোল্লা (৪২) এবং একই গ্রামের মতিয়ার মল্লিক (৪২) ও সজীব মল্লিক (২৮) দু’টি মোটরসাইকেলে করে মঙ্গলবার রাত ৯টার দিকে কালিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন।
পথে কালিনগর বটতলা মন্দিরের কাছে সন্ত্রাসীরা মোটরসাইকেল দু’টির গতিরোধ করে চারজনকে দেশীয় ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। কাইয়ুমকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত কৃষক লীগের সভাপতি আবুল হাসনাত মোল্লাকে এবং মতিয়ার মল্লিক ও সজীব মল্লিককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খানম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসীর অভিযোগ, কলাবাড়িয়া ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েসের সঙ্গে কাইয়ূম সিকদারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।