নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর শহরের একটি বেকারিতে পাউরুটির উৎপাদন তারিখ পাওয়া গেছে ২০২২ সালের। এ ঘটনায় ওই বেকারির মালিক জমিদুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের চারটি স্থানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, দিনাজপুর শহরের পুলহাট এলাকায় মা বেকারির কারখানায় পাউরুটির মেয়াদ ২০২২ সালের ৭ সেপ্টেম্বর উল্লেখ করে বাজারজাত করা হচ্ছিলো। পরে ওই বেকারির মালিক জমিদুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের আরও ৩টি স্থানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অভিযানে সহযোগিতা করেন দিনাজপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. জেহাদী হাসান।
সান নিউজ/ এমবি