নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মধ্যপাড়ার শামসুল হকের ছেলে টকলু এবং একই গ্রামের কাছারিপাড়ার উজির আলীর ছেলে শরিফুল ইসলাম। এদের মধ্যে শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালিয়ে টকলু ও শরিফুলকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। এ ঘটনায় গাংনী থানায় মামলা হয়। ২০১৫ সালের ১৮ জুন চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তার তৎকালীন ডিবির ওসি আখতারুজ্জামান। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
সান নিউজ/ এমবি