নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী শহরের মহিলা কলেজ রোড, পোস্ট অফিস সড়ক, নবাব পাড়া, নিউ মার্কেট, এসডিও সড়কসহ অনেক স্থান জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জোয়ার শুরুর পর থেকেই শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে থাকে।
জানা গেছে, পটুয়াখালী শহর রক্ষা বাঁধ নির্মাণ হলেও জোয়ারের পানিতে শহর প্লাবিত হয়। সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড এবং পটুয়াখালী পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক দশক আগে শহররক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হলেও পরে কোনো সংস্কার কাজ হয়নি। বাঁধের অনেক সুইজগেট অকার্যকর হওয়া এবং কিছু কিছু জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্তের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছর অমাবশ্যা ও পূর্ণিমার জোর প্রভাবে পটুয়াখালী শহর একাধিকবার প্লাবিত হয়। এতে যানমালসহ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়।
সান নিউজ/ এমবি