নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির মধ্যে ঈদে ঘরমুখো মানুষের ভিড় যেমন ছিল, তেমনি দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঈদে ঘরমুখো মানুষ পুনরায় ফিরতে শুরু করেছে রাজধানীর দিকে।
বুধবার (২৭ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটের রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকা মুখী মানুষের বাড়তি চাপ দেখে গেছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, আজ (২৭ মে) সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীদের বাড়তি চাপ রয়েছে।
তিনি বলেন, সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৫টি ফেরির মধ্যে ৯টি ফেরি চলাচল করছে। যানবাহন ও মানুষের সংখ্যা আরও বাড়লে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।