নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমছে। তবে জেলায় এখনও পানিবন্দী রয়েছে প্রায় লাখো মানুষ। তলিয়ে গেছে প্রায় ৭ হাজার ৩২৫ হেক্টর জমির ফসল।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
জানা গেছে, গত ১৪ আগস্ট থেকে শুরু করে গত ৪ সেপ্টেম্বর পর্যন্ত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিলো। এতে জেলার নদী তীরবর্তী কিছু নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, যমুনা নদীর পানি এই মুহূর্তে আর বাড়ার সম্ভাবনা নেই। দু-একদিনের মধ্যেই যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।
সান নিউজ/ এমবি