নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ সেখ ফরিদ আহাম্মেদ।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে চট্টগ্রামবন্দরসহ দেশের সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সান নিউজ/ এমবি