নিজস্ব প্রতিনিধি, বরগুনা: অস্বাভাবিক জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বাড়তে থাকে। বর্তমানে বিষখালী নদীতে বিপৎসীমার ২.৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বরগুনার সদর উপজেলার পশু হাসপাতাল সড়ক, কাঠপট্টি, গৌরিচন্না ইউনিয়নে মহাসড়ক এলাকা, খেজুরতলা আবাসন, ফুলতলা আবাসন, কুমরাখালী গুচ্ছগ্রাম, বড়ইতলা ফেরিঘাট পল্টন, বদরখালী এলাকা, গুলিশাখালী, মাঝেরচর অংশ, আমতলী, বামনা, বেতাগী, নলটোনা, বালিয়াতলী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েকশত বসতঘর, চলাচলের রাস্তা।
বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাইসার আলম জানান, বেড়িবাঁধের বাহিরে থাকা কিছু বসতঘরে পানি প্রবেশ করেছে। জোয়ার শেষে পানি নেমে যাবে। এতে তেমন ক্ষয়-ক্ষতি হবে না।
সান নিউজ/ এমবি