বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ৬ সেপ্টেম্বর ২০২১ ০৯:১০
সর্বশেষ আপডেট ৬ সেপ্টেম্বর ২০২১ ০৯:১০

অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ ‍বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার জন রানা।

গ্রেফতার কাসেম আলী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাসে করে ঢাকা থেকে সিরাজগঞ্জের নিজ বাড়ি শিয়ালকোলে ফিরছিলেন সাইদুল ইসলাম (২০) নামে এক যুবক। মহাসড়কের নলকা এলাকায় নামলে অপহরণকারীরা জোরপূর্বক তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। পরে সাইদুলের ভাইয়ের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। পাশপাশি সাইদুলকে শারীরিক নির্যাতন করে তার কান্নার শব্দ পরিবারকে শোনানো হয়। এ ঘটনায় ওইদিন রাতেই র‌্যাব-১২ বরাবর একটি লিখিত অভিযোগ করেন সাইদুলের পরিবারের সদস্যরা।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে ৫ সেপ্টেম্বর অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত সাইদুল ইসলামকে।

এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। গ্রেফতার আসামি ও উদ্ধার করা ভিকটিমকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা