নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলার মধ্যখাড়িকাটা থেকে একটি পিস্তল এবং চার রাউন্ড গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী কমলধন চাকমাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে তাকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার কমলধন চাকমা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সশস্ত্র শাখার সদস্য।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে কমলধনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
সান নিউজ/ এমবি