নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়া ট্রেনটি সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করা হলে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, 'বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেওয়া হয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।'
স্টেশন মাস্টার আরও বলেন, 'সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর ছেড়ে যায়। এরপর সুন্দরবন এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে। '
সান নিউজ/এমএইচ/এমকেএইচ