নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় স্ত্রীকে শ্বাসরোধের পর পুড়িয়ে হত্যার দায়ে আলমগীর হোসেন (৪০) নামে এক স্বামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। এ মামলার অপর ৭ আসামিকে খালাস দেয়া হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।
জানা গেছে, যৌতুকের দাবিকৃত টাকা না পাওয়ায় ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে আলমগীর হোসেন তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেন। পরদিন নিহতের ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় আট জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আলমগীর হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
সান নিউজ/ এমবি