নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: পদ্মার পানি বাড়ায় ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি তিন সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ।
জানা গেছে, ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এতে ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রায় দেড় শতাধিক গ্রামের ফসলি জমি, রাস্তা, নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে গেছে। বন্যার পানির তীব্র স্রোতে সদর উপজেলার ডিক্রিরচর ও অম্বিকাপুর ইউনিয়নের কয়েকটি সড়কের বেশির ভাগ অংশ ধসে গেছে। নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নের বেশির ভাগ গ্রাম পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষ। বসত ঘরে পানি ঢুকে পড়ায় অনেকেই বাঁশ-কাঠ দিয়ে উঁচু মাচা তৈরি করে সেখানে দিনযাপন করছেন। গবাদি পশু নিয়েও চরম বিপাকে পড়েছেন তারা।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানান, পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। দুর্গতদের মধ্যে বিতরণের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।
সান নিউজ/ এমবি