সারাদেশ

মাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাকে বাঁচাতে গিয়ে ১৪ বছরের ছেলে পবিত্র চন্দ্র বর্মন (১৪) বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত পবিত্র চন্দ্র বর্মন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর (মাস্টার পাড়া) গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে মধুপুর গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের স্ত্রী মিনারানী রায় ছেলে পবিত্র চন্দ্র বর্মনকে সঙ্গে নিয়ে ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে তার বাবা স্বাধীন মাষ্টারের বাড়িতে বেড়াতে যান। পবিত্র বর্মন ঘরে তার মামার সঙ্গে খেলা করার সময় বৈদ্যুতিক সিলিং ফ্যান চালিয়ে দেয়। এ সময় ফ্যানটি ওপর থেকে নীচে পড়ে যায়। এ অবস্থায় পবিত্র ও তার মামা ওই ঘর ত্যাগ করে বাইরে বেরিয়ে আসেন। পরে পবিত্রের মা ওপর থেকে ছিঁড়ে পড়া ফ্যান সরাতে গেলে বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে যান।

এ সময় কিশোর পবিত্র তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেই সে বৈদ্যুতিক তাকে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যূ হয়। পরে তার লাশ নানার বাড়ি হতে নিজের বাড়িতে নিয়ে আসা হয় এবং বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা