বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:২০
সর্বশেষ আপডেট ৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:২০

বরিশাল-ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠির এক বাস মালিক ও শ্রমিকদের ওপর বরিশালের বাস শ্রমিক কর্তৃক হামলার প্রতিবাদে বরিশাল এবং ঝালকাঠি থেকে ৮ রূটে বাস চলাচল বন্ধ করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মাহাবুবুল হক দুলাল।

তিনি জানান, শনিবার দুপুরে রুপাতলী বাসটার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির একজন সদস্যকে লাঞ্ছিত ও শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশারে বাস শ্রমিকরা। এ ঘটনায় বরিশাল ও ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা