নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে একটি হনুমানের দেখা মিলেছে। খাদ্য ও নিরাপত্তার জন্য হনুমানটি বেশ কিছুদিন ধরে বাড়ির ছাদে, ঘরের চাল ও দোকানসহ বিভিন্নস্থানে ঘুরে বেড়াচ্ছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নিউ মডেল স্কুলের সামনে দেখা মেলে হনুমানটির।
জানা গেছে, ২৯ আগস্ট হনুমানটি ওয়াপদা মোড়ে প্রথম দেখা যায়। মানুষের কোলাহলে আতঙ্কিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে হনুমানটি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
সান নিউজ/ এমবি