নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশী ধর মিত্র বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সেকুলার রাষ্ট্র দিয়ে গেছেন। আমরা একে অপরের বন্ধুত্বের ধারায় এগিয়ে এসেছি। নেপাল শুধু বন্ধুরাষ্ট্র নয়, এ দেশের স্বাধীনতাযুদ্ধে আমরা শুরু থেকেই অব্যাহত সমর্থন দিয়ে গেছি।’
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী মন্দির পরিদর্শন-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নেপালের রাষ্ট্রদূত।
তিনি বলেন, ‘বাংলাদেশ-নেপাল খুব কাছাকাছি দেশ। বাংলাবান্ধা সীমান্ত থেকে মাত্র ২১ কিলোমিটার দূরত্বে নেপাল। আপনাদের নেপাল ভ্রমণে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। ঐতিহাসিক দুর্গাবাড়ী মন্দিরে উপস্থিত হতে পেরে আমি খুব আনন্দিত।’
এ সময় উপস্থিত ছিলেন- দুর্গাবাড়ী মন্দিরের সভাপতি অধ্যাপক বিমল কান্তি দে, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ ভক্তিপ্রদানন্দজী মহারাজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিকাশ রায়, স্বপন সেনগুপ্ত প্রমুখ।
সান নিউজ/ এমবি