নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কর্মকার পাড়ায় বন্যার পানির তীব্র স্রোতে একটি সেতু ভেঙে পড়েছে।
বুধবার (০১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় ৩০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় সেতুটি নির্মাণ করা হয়। সম্প্রতি সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি কর্তৃপক্ষ। বুধবার ভোরে প্রবল পানির স্রোতে সেতুটি ভেঙে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের মানুষ।
বাসাইল উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিলো। পরে সেটি ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের আরেকটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে।
সান নিউজ/ এমবি