নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন মারা গেছেন। একই সময়ে ৮২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ২৭ জন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে দুইজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও একজন বন্দর এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১৭ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৩ জন ও আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৫৫ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৪৭জন, বন্দরে মারা গেছেন ২৯ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৪ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৫৬ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৬ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৯ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৬ জন।
এছাড়া জেলায় সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭ জন। আর গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৮৬ জনের। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৯ জনের।
সান নিউজ/এনএএম/এমকেএইচ