নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ এক লাখ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
প্রথমে বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়েছে। মাছটি কিনেছেন মো. রুবেল নামে এক মাছ ব্যবসায়ী। এরপর মাছটি বিক্রির জন্য পোর্ট রোডসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়।
জানা গেছে, সোমবার রাতে খুলনার রূপসা মৎস্য ঘাটের অ্যাকোয়া ফিশ নামের একটি প্রতিষ্ঠান থেকে দুটি শাপলাপাতা মাছ বিক্রির জন্য পোর্টরোডের আড়তে পাঠানো হয়। সেখান থেকে মাছ দুটি পাঠান অ্যাকোয়া ফিশের মালিক রেজাউল মুন্সি। মঙ্গলবার সকাল ১০টার দিকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ দুটি বিক্রি হয়। বিশালাকৃতির শাপলাপাতা মাছটি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তুলনামূলক ছোট মাছটি কিনে নেন নগরীর কাশিপুরের ক্ষুদ্র এক ব্যবসায়ী।
সান নিউজ/ এমবি