নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে মাদক পাচারকালে মনির হোসেন নামে এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।
গ্রেফতার মনির হোসেন মাধবপুর থানার পুলিশ কনস্টেবল। এছাড়া গ্রেফতার শাকিল মিয়া উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার (৩০ আগস্ট) রাতে মোটরসাইকেলযোগে মনির হোসেন তার বন্ধু শাকিলকে নিয়ে মাধবপুরের দিকে যাচ্ছিলেন। পথে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রতন লাল দেবের নেতৃত্বে টহল পুলিশ তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পরে গাঁজাসহ তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
মহসিন আল মুরাদ জানান, কনস্টেবলসহ মনিরের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসানকে প্রধান করে কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/ এমবি