নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মা নদীর ভাঙনের কারণে ঝুঁকি থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে ফেরিঘাটটি বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে সোমবার (৩০ আগস্ট) সকালে ঘাট-সংলগ্ন সিদ্দিক কাজীপাড়ায় ৫টি বসতভিটা ও মসজিদের একাংশ বিলীন হয়ে যায়। নদীতে তীব্র স্রোতের কারণে প্রায় দুই সপ্তাহ ওই ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হয়নি।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেন জানান, ৪ নম্বর ফেরিঘাট ঝুঁকিতে থাকায় তা বন্ধ করে দেয়া হয়েছে। ঘাটটি অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। দৌলতদিয়া লঞ্চঘাটসহ কয়েকটি ফেরিঘাট ঝুঁকিতে থাকায় সেখানেও জিও ব্যাগ ফেলা হচ্ছে।
সান নিউজ/ এমবি