নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের যমুনা-পদ্মাসহ অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪ দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আরিচা কার্যালয়ের পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ।
মূলত প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে মানিকগঞ্জের যমুনা-পদ্মাসহ অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক শতাধিক পরিবার।
জানা গেছে, সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার ৩টা পর্যন্ত যমুনা নদীর আরিচা পয়েন্টে পানি বেড়েছে ৫ সেন্টিমিটার এবং বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লফিত জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা থেকে শুরু করে আশ্রয়ণ কেন্দ্রগুলোও প্রস্তুত রয়েছে।
সান নিউজ/ এমবি