নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুর-বগুড়া নৌরুটের বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস আবার চালু হয়েছে। উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হয়ে গিয়েছিলো সি-ট্রাকটি।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ-সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে সি-ট্রাকটি।
জানা গেছে, গত সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহীদ আব্দুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। পরে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়। এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আবার যাত্রা শুরু করেছে সি-ট্রাক।
স্থানীয় সি-ট্রাকের (ফেরি) ইজারাদার জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি