নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ি: রাজবাড়ীর পাংশার কোলানগর গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, গুলি, ককটেলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।
রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করাসহ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের লক্ষ্যে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ আমজাদ হোসেন, এসআই মোঃ হুমায়ুন রেজা, এসআই মোঃ মিজানুর রহমান সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার শরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের মোঃ জিল্লুর শেখের ছেলে আব্দুল সালাম শেখ,(২৫) মোঃ সোহরাব খায়ের ছেলে মোঃ রমজান খা,(৪০) মহর উদ্দিনের ছেলে মোঃ লিটন মন্ডল(২২)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোলানগর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি আব্দুল সালাম শেখকে সোমবার ভোরে তার নিকট হতে ডাকাতির লুন্ঠিত মালামালসহ, ওয়ান শুটার বন্দুক ০২টি, তাজা কার্তুজ ০৪টি, তাজা ককটেল ৪টি, চাইনিজ কুড়াল ২টি, হাসুয়া ২টি, রামদা ১টি ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হলে আসামী মোঃ রমজান খা ও লিটন মন্ডলের নিকট হতে ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
সাননিউজ/জেআই